ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেয়েকে ধর্ষণের অপরাধে বাবার যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
মেয়েকে ধর্ষণের অপরাধে বাবার যাবজ্জীবন

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বারে মেয়েকে ধর্ষণের দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

আসামির উপস্থিতিতে বুধবার (১৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টায় এ রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কুমিল্লা-২ আদালতের বিচারক জাহেদুল কবির।

 

মামলার আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) মিজানুর রহমান মজুমদার জানান, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা জরিমানা, অনাদয়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।  

জানা যায়, গত ২০১৭ সালের ২৬ জুলাই রাত ২টায় কুমিল্লা দেবিদ্বার উপজেলার বানিয়াপাড়ায় নিজের মেয়েকে ধর্ষণ করেন এক ব্যক্তি (৪৫)। এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর অভিযোগ প্রমাণ হওয়ায় বুধবার এ রায় দিলেন আদালত।  

এদিকে রায়ের পর মেয়ের মা বলেন, আমার স্বামী বেশ কয়েকবার আমার মেয়েকে ধর্ষণ করে। এ নিয়ে সালিশ বৈঠকও হয়। তবে এতে ক্ষান্ত হয়নি সে। এজন্য নিরুপায় হয়ে স্বামীর নামে মামলা করছিলাম। আমি তার মৃত্যুদণ্ড শুনতে চাইছিলাম। তার মতো বাবার বেঁচে থাকার অধিকার নেই।  

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।