ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পল্লবীতে গাঁজাসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
পল্লবীতে গাঁজাসহ গ্রেফতার ২ ...

ঢাকা: রাজধানীর পল্লবী এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ দুইজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ।  গ্রেফতার দুইজন হলেন মো. টিটু মিয়া ও মো. সালাউদ্দিন সুমন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দিনগত রাতে পল্লবী থানার ১২ নম্বর সেকশন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. পারভেজ ইসলাম বাংলানিউজকে জানান, দুইজন মাদক ব্যবসায়ী পল্লবী থানার ১২ নম্বর সেকশনের আধুনিক হাসপাতালের সামনে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। পরে ওই এলাকায় অভিযান চালায় পল্লবী থানা পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় টিটু ও সুমনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
এসজেএ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।