ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গুলশানে বাইকের ধাক্কায় সড়কে পড়ে বাসচাপায় নিহত 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
গুলশানে বাইকের ধাক্কায় সড়কে পড়ে বাসচাপায় নিহত  প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর গুলশান কোকাকোলা মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় সড়কে পড়ে যাত্রীবাহী বাসের চাপায় শফিকুল ইসলাম (৩৫) নামের একজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দিনগত রাত ২টার দিকে তিনি মারা যান।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।  

নিহত শফিকুলের চাচাতো ভাই ফারুক ইসলাম বলেন, তাদের বাসা গুলশান নদ্দা এলাকায়। আগে তিনি ডিসের ব্যবসা করতেন। এখন কিছু করতেন না।

শুক্রবার রাতে গুলশান কোকাকোলার মোড়ে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পরে যান শফিকুল। এ সময় যাত্রীবাহী ভিক্টর ক্লাসিক পরিবহনের চাপায় গুরুতর আহত হন। রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যায়।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) শিল্পী আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
এজেডএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।