ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত চাকরি প্রত্যাশী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত চাকরি প্রত্যাশী মিরাজুল ইসলাম

ঢাকা: চাকরির পরীক্ষা দিতে ঢাকায় এসে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন মিরাজুল ইসলাম (৩০) নামে এক যুবক।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ৬টার দিকে ঢাকার পার্শ্ববর্তী কেরানীগঞ্জ জিনজিরা এলাকায় এ ঘটনা ঘটে।

মিরাজুলের খালাতো ভাই মো. রনি জানান, তার বাড়ি মাদারীপুর শীবচর উপজেলায়। বরিশালে সরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন মিরাজুল। খাদ্য অধিদপ্তরে চাকরির পরীক্ষা দিতে গত রাতে লঞ্চে করে তিনি ঢাকার সদরঘাটে আসেন। সেখান থেকে ভোর বেলায় জিনজিরায় তার খালার বাসায় যাচ্ছিলেন। বুড়িগঙ্গা নদী পার হয়ে জিনজিরার তাওয়াপট্টি মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় ৩ ছিনতাইকারী তার পথরোধ করে। এরপর তার পেটে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ১০হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

তিনি আরও বলেন, আহত অবস্থায় মিরাজুল একাই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) যান। হাসপাতাল থেকে খবর পাওয়ার পর স্বজনরা গিয়ে তাকে আহত অবস্থায় দেখতে পান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, আহত মিরাজুলকে জরুরি বিভাগের ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।