ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

বিনা টিকিটে ভ্রমণ: জরিমানাসহ ভাড়া আদায় ৩ লাখ ৭১ হাজার টাকা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২২
বিনা টিকিটে ভ্রমণ: জরিমানাসহ ভাড়া আদায় ৩ লাখ ৭১ হাজার টাকা

পাবনা (ঈশ্বরদী): বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ১ হাজার ৮১৪ জন ট্রেন যাত্রীর কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় করে করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে কতৃপক্ষ। এতে একদিনেই ৩ লাখ ৭১ হাজার ৫৫০ টাকা রাজস্ব আদায় করেছে ভ্রাম্যমাণ টিকিট চেকিং দল।

 

পাকশী বিভাগীয় রেলওয়ের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীদের আটটি স্পেশাল টিম গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে অভিযান পরিচালনা করেন।

শুক্রবার (৭ জানুয়ারি) পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।  

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল থেকে দিবাগত গভীর রাত পর্যন্ত পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় বিভিন্ন ট্রেনে গুরুত্বপূর্ণ স্টেশনে অভিযান চালানো হয়।   

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদারের নেতৃত্বে পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, (ডিআরএম) শাহীদুল ইসলাম, পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন, পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন, পাকশী বিভাগীয় প্রকৌশলী (১) বীরবল মণ্ডল, পাকশী বিভাগীয় প্রকৌশলী (২) আব্দুর রহিম, পাকশী বিভাগীয়  সংস্থাপন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, পাকশী বিভাগীয় যান্ত্রীয় প্রকৌশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম, পাকশী বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিল, পাকশী বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী রাজীব বিল্লাহ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা, রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর, ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক, পরীক্ষক, রেলওয়ে কর্মচারী অভিযান পরিচালনা করেন।  

পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক হিসেবে অসীম কুমার তালুকদার ৪ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি যাত্রীসেবার মানোন্নয়নে সব দপ্তরের কর্মকর্তার অংশগ্রহণের মাধ্যমে বিশেষ টিকিট চেকিংয়ের ওপর জোর দিয়েছেন।  

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ১ হাজার ৮১৪ জন যাত্রীর কাছ থেকে ভাড়াবাবদ ২ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা, জরিমানা ১ লাখ ২৭ হাজার মোট ৩ লাখ ৭১ হাজার ৫৫০ টাকা রাজস্ব আয় করা হয়েছে।  

ডিসিও নাসির উদ্দিন আরও জানান, করোনা ভাইরাসের ওমিক্রণ ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে সরকারি নির্দেশনা মোতাবেক ট্রেন ভ্রমণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি আরও কঠোর করার কথা রেলওয়ের বরাতে জানানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই রেল কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২২

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।