ঢাকা, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অতিরিক্ত মদপানে বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
অতিরিক্ত মদপানে বৃদ্ধের মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালীর মহিপুরে অতিরিক্ত মদপানে মোলায়েম খান (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার লতাচালী ইউনিয়নের আলিপুর বাজারের গদি পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত মোলায়েম খাজুরা গ্রামের মৃত এছাহাক খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোলায়েম বেলা ১১টায় দিকে খালি পেটে অতিরিক্ত মদপান করে ইউসুফ কোম্পানির গদির সামনে পড়েছিলেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে তার স্বজনরা উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এর আগেও তিনি অতিরিক্ত মদপান করতো বলে স্থানীয়রা জানায়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, আমরা শুনেছি মোলায়েম অতিরিক্ত মদপান করতেন। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে পরবর্তীকালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।