ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
রাজধানীতে সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর হাজারীবাগ বউবাজার এলাকায় একটি বাড়ির তিনতলার সিড়ি থেকে পড়ে রোমান (১১) নামের এক শিশু মারা গেছে।

বুধবার (২৬জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে।

মুমূর্ষ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত রোমান ভোলা জেলার চড়ফ্যাশন উপজেলার জাহাঙ্গির হোসেনের ছেলে। বর্তমানে হাজারীবাগ বউবাজার নুরু কসাইয়ের গলির একটি বাসার তিনতলায় ভাড়া থাকতো। রোমান স্থানীয় জরিনা শিকদার স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়তো। এক ভাই দুই বোনের মধ্যে রোমান ছিল দ্বিতীয়।

মৃত রোমানের বাবা জাহাঙ্গির হোসেন জানায়, রোমান সন্ধ্যার দিকে তিনতলার সিঁড়িতে টেনিস বল নিয়ে খেলা করছিল। সেখান থেকে পা পিছলে সিঁড়িতেই পড়ে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানায় অবহিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৩১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
এজেডএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।