ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২২
পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ! প্রতীকী ছবি

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার চরহোগলা ওয়ার্ডের জামাইপাড়া এলাকা থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, পৌরসভার চরহোগলা ১ নম্বর ওয়ার্ডের জামাইপাড়ার মহিলা মাদরাসা এলাকায় আনুমানি দুই দিন বয়সী একটি ছেলে নবজাতকে সবার অগোচরে কে বা কারা রেখে যায়। মঙ্গলবার সকালে কয়েকজনে তা দেখতে পেয়ে মেহেন্দিগঞ্জ থানা-পুলিশকে জানান। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।  

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। কে বা কারা, কী কারণে ওই নবজাতকের মরদেহ ফেলে গেছে, তা জানতে পারেনি পুলিশ।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২২
এমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।