ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চাই

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২২
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

ঢাকা: মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।  

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) এক বার্তায় তিনি এ কথা বলেন।

দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে এক বার্তায় ড. মোমেন মালয়েশিয়ার সরকার ও জনগণকে শুভেচ্ছা জানান।

তিনি বলেন, গত ৫ দশকে দুই দেশের মধ্যে বহুমুখি সম্পর্ক বিকশিত হয়েছে। আগামীতেও আমরা এই সহযোগিতার বাংলাদেশ-মালয়েশিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২২
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।