ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ইউক্রেন সঙ্কটের শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২২
ইউক্রেন সঙ্কটের শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ

ঢাকা: কূটনৈতিক সংলাপের মাধ্যমে ইউক্রেন সঙ্কটের শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ।

মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) এক বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউক্রেন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ।

এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ বিশ্বাস করে এই অঞ্চলের সঙ্কট শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন একটি শান্তিপূর্ণ উপায়ে সমাধান হতে পারে। আর এর সমাধান কেবল সংশ্লিষ্ট পক্ষের মধ্যে সংলাপ এবং আলোচনার মাধ্যমেই সম্ভব।

সংলাপ ও সহযোগিতা সমুন্নত রেখে এই সঙ্কট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য সব পক্ষকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২২
টিআর/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।