ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ভাটারায় যুবকের রহস্যজনক মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২২
ভাটারায় যুবকের রহস্যজনক মৃত্যু

ঢাকা: রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকার একটি বাসায় সেজান (২১) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেজানকে হাসপাতালে নিয়ে আসা মৌ ইসলাম জানান, সেজানের বাসা কালাচাঁদপুর এলাকায়। তারা দুজন বিভিন্ন প্রোগ্রামে একসঙ্গে কাজ করতেন। সেই সূত্রে বাসায় যাতায়াত ছিল।

তিনি বলেন, বিকেলে ফোন দিয়ে আমাদের বাসায় আসে সেজান। তখন মা বাসায় ছিল না। অনেকক্ষণ মায়ের জন্য অপেক্ষা করেছে সে।

মৌয়ের মা নুরনাহার বলেন, বিকেলে সেজান আমাকে ফোন করে বলে, বাসায় আসবে ভাত খাবে। পরে সোয়া ৪টার দিকে বাসায় গিয়ে দেখি একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে সে। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সেজানের মৃত্যু নিয়ে আমাদের সন্দেহ আছে। বিষয়টি ভাটারা থানা পুলিশকে জানানো হয়েছে। নুরনাহার ও তার মেয়ে মৌ পুলিশ হেফাজতে রয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২২
এজেডএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।