ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২২
কিশোরগঞ্জে বালুচাপায় শ্রমিকের মৃত্যু কিশোরগঞ্জ

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নে বালু নিচে চাপা পড়ে রবিউল ইসলাম (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  

শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ওই ইউনিয়নের সালামের মোড় এলাকায় ট্রাক্টর থেকে বালু আনলোডের সময় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন দু’জন।  

নিহত রবিউল জেলার জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের আমিনুল ইসলামের দুই ছেলে। আহত দু’জনের মধ্যে কবির হোসেন। তিনি ট্রাক্টরচালক এবং নিহত রবিউলের আপন ভাই। অন্য আরেকজনের নাম জানা যায়নি।

জানা গেছে, বিকেলের দিকে ট্রাক্টরে করে বালু নিয়ে পুটিমারী ইউনিয়নের সালামের মোড়ে যান দুই ভাই রবিউল ও কবির। সেখানে বালু আনলোড করার সময় ট্রাক্টরের জগ ছিঁড়ে যায়। এ সময় বালুর নিচে চাপা পড়ে ঘটনাস্থলে রবিউলের মৃত্যু হয়। আহত হন ট্রাক্টরচালকসহ দু’জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে যায়।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বাংলানিউজকে বিষয় নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।