ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ডুবে যাওয়া ট্রলার থেকে ৪ জন আহত অবস্থায় উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২২
ডুবে যাওয়া ট্রলার থেকে ৪ জন আহত অবস্থায় উদ্ধার

বরগুনা: বরগুনার তালতলীতে মালবাহী ডুবে যাওয়া ট্রলার থেকে ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯ টায় উপজেলার ছোটবগী ইউনিয়নের খালগোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রলার মালিক মো: জামাল জানায়, সপ্তাহের হাটের মালামাল নিয়ে শনিবার বিকেলে বরগুনা থেকে তালতলী আসার সময় চরের সঙ্গে ধাক্কা লাগে। ঠিক তখনই হঠাৎ কাত হয়ে খালে তলিয়ে যায়। ট্রলারটিতে বিভিন্ন পণ্যের মালামাল ছিল যার আনুমানিক মূল্য হবে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা।

মুদি ব্যবসায়ী মো: কুদ্দুস জানান, সপ্তাহের হাটের দিন রবিবারকে কেন্দ্র করে বিভিন্ন মুদি ব্যবসায়ীদের ৪৫০ বস্তা মালামাল নিয়ে ট্রলারটি তালতলী আসার সময় ডুবে যায়। এতে ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন।

তালতলী ফায়ার সার্ভিস কমান্ডার আক্তার উদ্দিন বলেন, ট্রলারে থাকা মাঝিসহ ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাছাড়া ট্রলার উদ্ধার করার মত সরঞ্জাম আমাদের নেই।

বাংলাদেশ সময়: ০২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।