ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক পীর হাবিবের মৃত্যুতে র‌্যাব ডিজির শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২২
সাংবাদিক পীর হাবিবের মৃত্যুতে র‌্যাব ডিজির শোক

ঢাকা: বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ও খ্যাতিমান কলামিস্ট পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

শনিবার (০৫ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় র‌্যাব ডিজি বলেন, পীর হাবিবুর রহমান ছিলেন আধুনিক সাংবাদিকতার এক অনন্য ব্যক্তিত্ব।

তার মৃত্যুতে দেশের সাংবাদিকতা জগতের অপূরণীয় ক্ষতি হয়েছে। সাংবাদিকতার উন্নয়ন ও প্রসারে তার ভূমিকার কথা গণমাধ্যমকর্মীরা চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

র‌্যাব ডিজি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সবার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২২
পিএম/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।