ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল যুবকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২২
বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল যুবকের

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় সুজন মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।  

রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সুজন মিয়া বগুড়া ধুনট উপজেলার গোসাইবাড়ী এলাকার হবিবর রহমানের ছেলে।

পুলিশ জানায়, বগুড়ার শেরপুর উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন সুজন। একপর্যায়ে শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শেরুয়া বটতলা বাজার এলাকায় মহাসড়ক পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস সুজনকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সুজন মারা যান।  

হাইওয়ে পুলিশের শেরপুর ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম বাংলানিউজকে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত সুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২২
কেইউএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।