ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শপথ নিলেন সিরাজগঞ্জের তিন উপজেলার ২১ ইউপি চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২২
শপথ নিলেন সিরাজগঞ্জের তিন উপজেলার ২১ ইউপি চেয়ারম্যান

সিরাজগঞ্জ: শপথ নিলেন সিরাজগঞ্জের তিন উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নব নির্বাচিত চেয়ারম্যান।

রোববার (৬ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন কার্যালয়ে শহীদ শামসুদ্দীন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এ শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণ করেন শাহজাদপুরের ১০ চৌহালীর ৭ ও কামারখন্দ উপজেলার ৪ চেয়ারম্যান।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, শাহজাদপুর উপজেলার নির্বাহী অফিসার শাহ্ মো. শামসুজ্জোহা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আজাদ রহমান, কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার মেরিনা সুলতানা, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস, এম শহিদুল্লাহ সবুজ, চৌহালী উপজেলা নির্বাহী অফিসার আফসানা ইয়াসমিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক হোসেন সরকার প্রমূখ।

শপথ নেওয়া চেয়ারম্যানরা হলেন, শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের জিয়াউল আলম (ঝুনু), গাড়াদহের সাইফুল ইসলাম, পোতাজিয়ার আলমগীর জাহান, রূপবাটির আব্দুল মজিদ মোল্লা, গালার আব্দুল বাতেন, বেলতৈলের  রফিকুল ইসলাম, খুকনীর মুল্লুক চাঁন, কৈজুরীর মোয়াজ্জেম হোসেন, নরিনার আবু শামীম ও জালালপুর ইউনিয়নের সুলতান মাহমুদ, চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুরের জাহাঙ্গীর আলম জাহিদ, স্থল ইউনিয়নের নজরুল ইসলাম, ঘোরজানের রমজান আলী, উমারপুরের আব্দুল মতিন, খাষকাউলিয়ার আবু সাঈদ বিদ্যুৎ, খাসপুকুরিয়ার মিজানুর রহমান ও বাঘুটিয়ার আব্দুল কালাম মোল্লা এবং কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের আব্দুল মালেক খান, ঝাঐলের আলতাফ হোসেন ঠান্ডু, জামতৈলের মকবুল হোসেন ও রায়দৌলতপুরের আব্দুর রশিদ আকন্দ।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।