ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কাইজা বন্ধে নগরকান্দায় অস্ত্র জমা দিলেন গ্রামবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২২
কাইজা বন্ধে নগরকান্দায় অস্ত্র জমা দিলেন গ্রামবাসী

ফরিদপুর: ফরিদপুরর নগরকান্দায় সংঘর্ষ (কাইজা) বন্ধে ও এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশীয় অস্ত্র জমা দিয়েছেন গ্রামবাসী।

বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মেহেরদিয়া গ্রামের লোকজন তাদের ব্যবহৃত দেশীয় অস্ত্র থানায় এসে জমা দেন।

জানা যায়, পুলিশের নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমিনুর রহমানের উদ্যোগে এ দেশীয় অস্ত্র জমা দেন গ্রামবাসী।

উপজেলার পুড়াপারা ইউনিয়নের শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে মেহেরদিয়া গ্রামের লোকজন তাদের ব্যবহৃত দেশীয় অস্ত্র ঢাল-সুরকি নগরকান্দার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন- নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন ও নগরকান্দা উপজেলার চেয়ারম্যান মো. মনিরুজ্জামান সরদার প্রমুখ।

পুলিশের নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমিনুর রহমান বলেন, নগরকান্দার সংঘর্ষ বন্ধ ও এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে এ ধারা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।