ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে আইইবি’র মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
গোপালগঞ্জে আইইবি’র মানববন্ধন

গোপালগঞ্জ: ডিসিদের শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এ আদেশ অবিলম্বে বাতিলের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এ কর্মসূচিতে গোপালগঞ্জ গণপূর্ত জোন, সার্কেল ও বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড এবং ওজোপাডিকো প্রকৌশলীরা অংশ নেন।

এ সময় গোপালগঞ্জ আইইবি’র আহ্বায়ক গোপালগঞ্জ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. আবু হানিফ, সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মশিউর রহমান, নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফইজুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকার, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মোমেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে লিখিত বক্তব্যে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক বলেন, গত ১৮-২০ জানুয়ারি অনুষ্ঠিত ডিসি সম্মেলনে জেলা প্র্রশাসকরা (ডিসি) প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিত করা সম্পর্কিত একটি অযৌক্তিক দাবি উত্থাপন করায় পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী তাৎক্ষণিক তা নাকচ করে দেন। তারপরও জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৮ জানুযারি তারিখের স্মারক নং-০৫.০০.০০০০.১৪১.৯৯.০০১.২১.০৩ মূলে জারি করা চিঠির মাধ্যমে ডিসিদের এডিপিভুক্ত শতভাগ প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব দিয়ে আদেশ জারি করা হয়। যা দেশের উন্নয়নবিরোধী ষড়যন্ত্র বলে আইইবি মনে করছে।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।