ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

তালায় সিগারেটের আগুনে পুড়লো দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
তালায় সিগারেটের আগুনে পুড়লো দোকান

সাতক্ষীরা: সিগারেটের আগুনে সাতক্ষীরার তালা উপজেলার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি দোকান পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে খেশরা ইউনিয়নের শাহপুর নিরিবিলি বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় বাজারের চা, পান ও পেট্রোল বিক্রেতা রিপন গাজীর দোকান পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে রিপন গাজী পেট্রোল বিক্রয়ের জন্য বোতলজাত করছিল। এ সময় একজন সিগারেট ধরানোর জন্য দিয়াশলাই ধরায়।   দিয়াশলাইয়ের আগুন থেকে পেট্রোলে আগুন ধরে মুহূর্তের মধ্যে সমস্ত দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দোকানের যাবতীয় মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে রিপনের পরিবার।

খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু ও স্থানীয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ গোলাম রসূল (এস.আই) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।