ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মান্দায় ভটভটির ধাক্কায় সাইকেলআরোহী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
মান্দায় ভটভটির ধাক্কায় সাইকেলআরোহী নিহত  ফাইল ছবি

নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ভটভটির ধাক্কায় বাবুল হোসেন (৪৮) নামে
এক বাইসাইকেলআরোহী নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নীলকুঠি মোড়ে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল হোসেন উপজেলার প্রসাদপুর ইউনিয়নের মটগাড়ী গ্রামের বাসিন্দা।

মান্দা উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শফিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে বাবুল হোসেন বাড়ি থেকে সাইকেল নিয়ে নীলকুঠি মোড়ের একটি ইটভাটায় যাচ্ছিলেন। এসময় মহাসড়ক পার হতে গেলে নওগাঁগামী শ্যালো ইঞ্জিন চালিত একটি ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় বাবুলকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।