ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বিএফডিসির নকশা দেখলেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
বিএফডিসির নকশা দেখলেন প্রধানমন্ত্রী

ঢাকা: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-এর নতুন ভবনের নকশা দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে বিএফডিসির নতুন ভবনের নকশা দেখেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী নকশার বিস্তারিত দেখেন এবং প্রয়োজনীয় সংশোধনী ও দিকনির্দেশনা দেন।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে থেকে ভার্চ্যুয়ালি নকশা উপস্থাপন অনুষ্ঠানে অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গণভবন প্রান্তে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং মন্ত্রিপরিষদ বিভাগ প্রান্তে তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন ও বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
এমইউএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।