ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

টিসিবির পণ্য বিক্রির সময় বাড়লো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
টিসিবির পণ্য বিক্রির সময় বাড়লো

ঢাকা: নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে ভোক্তাদের জন্য সারাদেশে চারটি পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এই পণ্য বিক্রির সময় চারদিন বাড়িয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) টিসিবির জনসংযোগ কর্মকর্তা হুমায়ুন কবির বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টিসিবির চলতি মাসের পণ্য বিক্রি কার্যক্রম চারদিন বাড়িয়ে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।

এর আগে ৩ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে চিনির পাশাপাশি মসুর ডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ বিক্রি শুরু করে টিসিবি। ২২ ফেব্রুয়ারি (শুক্রবার ছাড়া) পর্যন্ত এ কার্যক্রম চলার কথা ছিল।

টিসিবির ট্রাকসেলে একজন ক্রেতা দিনে ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি চিনি, ৬৫ টাকা দরে দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল এবং ৩০ টাকা দরে আড়াই কেজি পেঁয়াজ কিনতে পারছেন।

দেশব্যাপী ৪০০ থেকে ৪৫০ জন ডিলারের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে এ কার্যক্রম চলছে।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
এসএমএকে/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।