ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী মোশারফ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী মোশারফ আটক

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের ‘মোশারফ বাহিনীর’ মূলহোতা ও শীর্ষ সন্ত্রাসী মোশারফ হোসেন ওরফে লম্বু মোশারফ ওরফে ‘গলাকাটা মোশারফ’ ওরফে গাংচিল মোশারফকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী মোশারফ হোসেন ও তার ৫ সহযোগীসহ মোট ৬ জনকে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গোলাবারুদ, দেশীয় অস্ত্র ও মাদক জব্দ করা হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় রাজধানীর কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
পিএম/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।