ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

খুশিতে বাইক কিনে দিলেন দাদা, পরদিন প্রাণ গেল নাতির!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
খুশিতে বাইক কিনে দিলেন দাদা, পরদিন প্রাণ গেল নাতির!

কুমিল্লা: নাতি কলেজে ভর্তি হয়েছে এ খুশিতে শনিবার বিকেলে নাতিকে একটি মোটরসাইকেল কিনে দেন দাদা। সেই মোটরসাইকেল নিয়ে রোববার (২৭ ফেব্রুয়ারি) গোমতী নদী পাড়ে ঘুরতে যায় নাতি।

সঙ্গে ছিল আরও দুই বন্ধু।

মোটরসাইকেল চালানোর একপর্যায়ে রোববার রাত ৯টায় বিবিরবাজার স্থলবন্দর সংলগ্ন স্থানে গতিরোধকে ধাক্কা খেয়ে মোটরসাইকেলটি উল্টে আহত হয় তিন বন্ধু। স্থানীয়রা তাদের উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোটরসাইকেল আরোহী ফারহান আঞ্জুম মাফিকে (১৭) মৃত ঘোষণা করে।

মাফি কুমিল্লা নগরীর নজরুল এভিনিউ (কান্দিরপাড়) এলাকার বাসিন্দা। কবি দীপ্র আজাদ কাজলের এক ছেলে ও এক মেয়ের মধ্যে সে বড়।

আহত দুই মোটরসাইকেল আরোহী হলো, নগরীর বজ্রপুর এলাকার বিল্লাল হোসেনের ছেলে মো. রাজু (১৭) ও নজরুল এভিনিউ এলাকার আমিন মিয়ার ছেলে কুমিল্লা মডার্ন স্কুলের দশম শ্রেণির ছাত্র ইফতি।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর শুনেছি। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।