ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ঘিওরে বাড়ির পাশে গাছে ঝুলছিল যুবকের মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
ঘিওরে বাড়ির পাশে গাছে ঝুলছিল যুবকের মরদেহ 

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় শিপন মিয়া  (২৫) নামে এক যুবকের  ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৬ মার্চ) দুপুরে বানিয়াজুড়ি ইউনিয়নের রাথুরা রাধানগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

নিহত শিপন বানিয়াজুড়ি ইউনিয়নের রাথুরা রাধানগর এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, এক মাস আগে পারিবারিকভাবে সদর উপজেলার তেঘুরী এলাকার এক মেয়ের সঙ্গে বিয়ে হয় শিপনের। সুন্দর স্বাভাবিক ভাবেই চলছিল তাদের সংসার। শনিবার (৫ মার্চ) রাতের খাবার শেষ করে স্বামী-স্ত্রী ঘুমাতে যান। আনুমানিক রাত ১২টার দিকে শিপনের মোবাইল ফোনে কল এলে কথা বলার জন্য রুম থেকে বের হয়ে যান তিনি। এরপর রাতে আর ফিরে আসেনি। রোববার সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাড়ির পাশে একটি গাছে শিপনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, সকালে শিপনের নিজ বাড়ির পাশে একটি গাছে তার মরদেহ ঝুলতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।