ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে ইয়াবাসহ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
জয়পুরহাটে ইয়াবাসহ বিক্রেতা আটক আটক গোলাম মোস্তফা পলাশ

জয়পুরহাট: জয়পুরহাটে ২৮০ পিস ইয়াবাসহ গোলাম মোস্তফা পলাশ (৩৮) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  

রোববার (৬ মার্চ) বিকেলের দিকে জেলা শহরের হাউজিং স্টেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক পলাশ বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ডাবুইর গ্রামের লুৎফর রহমানের ছেলে।  

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুদ রানা বিষয়টি বাংলানিউজকে জানান।  

তিনি জানান, গোপন তথ্যে ভিত্তিতে ওই এলাকা থেকে পলাশকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৮০ পিস ইয়াবা, পাঁচ হাজার টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাশের নামে কুমিল্লার দাউদকান্দি থানায় আরেকটি মাদক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।