ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মোংলায় ভারতীয় নাগরিকের ঝুলন্ত মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
মোংলায় ভারতীয় নাগরিকের ঝুলন্ত মরদেহ

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় উপজেলায় অরবিন্দ কুমার শ্রীবাস্তু (৪১) নামে ভারতীয় এক নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলের দিকে উপজেলার আপাবাড়ী এলাকায় একটি বাড়ির রান্নাঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অরবিন্দু কুমার ভারতের রাজস্থান রাজ্যের লালন লালের ছেলে। তিনি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত প্রতিষ্ঠান পাওয়ার ম্যাক প্রজেক্ট লিমিটেডের হিসাব শাখার সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। অরবিন্দ কুমারসহ তার চার সহকর্মী নাছিরের বাড়িতে ভাড়া থাকতেন।  

মোংলা থানার উপ-পরিদর্শক (এসআই) অমিত কুমার বিশ্বাস বাংলানিউজকে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আপাবাড়ী এলাকায় একটি বাড়ির রান্না ঘরের সানসেটের সঙ্গে থাকা একটি রডের সঙ্গে কাপড়ে বাঁধা অবস্থায় অরবিন্দ কুমারের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার গলায় ফাঁস দেওয়া ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।