লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ৪৯৬ বোতল ফেনসিডিলসহ মারুফ হোসেন (২৫) নামে এক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
রোববার (৬ মার্চ) সকালে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল।
এর আগে শনিবার (৫ মার্চ) দিনগত রাতে উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মারুফ রংপুর কোতয়ালী থানার নিউ জুম্মাপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে।
ওসি গোলাম রসূল জানান, ভারতীয় সীমান্তবর্তী চন্দ্রপুর খামারভাতি এলাকার থেকে শনিবার দিনগত রাতে একটি চক্র প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে মাদকদ্রব্য পাচার করছে— এমন গোপন তথ্য পেয়ে দলগ্রামের শ্রীখাতা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে রংপুরগামী একটি প্রাইভেটকার সন্দেহ হলে গতিরোধ করে তল্লাশি করা হয়। সে সময় গাড়িটি থেকে ৪৯৬ বোতল ফেনসিডিল জব্দ করাসহ মারুফকে আটক করা হয়। এ ঘটনায় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
এসআরএস