ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

শ্রীনগরে ব্রিজ নির্মাণে পাইপের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, মার্চ ৯, ২০২২
শ্রীনগরে ব্রিজ নির্মাণে পাইপের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগ  জনগণের চোখে পড়ার পর এখান থেকে বাঁশ সরিয়ে নেওয়া হয়

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি নির্মাণাধীন ব্রিজে বাঁশ ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।  

প্রায় দুই কোটি টাকা ব্যয়ে ব্রিজটি নির্মিত হচ্ছে উপাজেলার আটপাড়া ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে।

উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, ব্রিজটি ২০২১-২২ অর্থ বছরে ১ কোটি ৮২ লাখ টাকায় নির্মাণ কাজ করছে সিরাজদিখান উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান রন্টুর মালিকানাধীন এস সরকার এন্টারপ্রাইজ।

স্থানীয়রা জানান, শুরু থেকেই নিম্নমানের সামগ্রী দিয়ে ব্রিজটি নির্মাণ কাজ করা হচ্ছে। পাইলিং, গার্ডার নির্মাণসহ সব জায়গাতেই নিম্নমানের ময়লা ও ধুলাবালু মেশানো পাথর, সিলেকশন বালুর সঙ্গে ভিটি বালু মিশিয়ে চলছে ঢালাইয়ের কাজ। এমনকি পাইপের জায়গায় বাঁশের ব্যবহার করেছে ঠিকাদার প্রতিষ্ঠানটি। বারবার বলার পরও তাদের শোধরানো যায়নি।
 
স্থানীয়রা বলছেন, কাজটি তদারকি করছেন যুবদল নেতা আফাজ ভূইয়া। তার বাড়ি কুচিয়ামোড়া এলাকায় হওয়ায় তিনি খুব প্রভাব দেখান।

ব্রিজটির এলাকায় গিয়ে দেখা গেছে, মুন্সীগঞ্জ-শ্রীনগর সড়ক সংলগ্ন আটপাড়া এলাকায় ব্রিজটির নির্মাণ কাজ চলছে। ব্রিজের গার্ডারের যে কাজ করা হয়েছে, তার অনেক জায়গায়ই ব্যবহার করা হয়েছে মোটা বাঁশ। অ্যাপ্রোচ ঢালাইলের জন্য প্রস্তুত করে রাখা বালু ও পাথরেও দেখা গেছে ময়লা আবর্জনা।

এ ব্যাপারে অভিযুক্ত ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক রন্টুকে ফোন করা হলে তিনি জানান, ব্রিজে বাঁশের ব্যবহার হয়নি, এটা বলে তিনি ফোনটি কেটে দেন।

মুন্সীগঞ্জ জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোনায়েম সরকারকে এ ব্যাপারে জানতে কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি।  

তবে উপ-সহকারী প্রকৌশলী আসিফ উদ্দিন বলেন, কাজের মান খুব ভালো হচ্ছে। এখানে কোনো খারাপ মাল নেই।

শেষ খবর পাওয়া পর্যন্ত ব্রিজের গার্ডারে লাগনো বাঁশ অপসারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, মার্চ ৯, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।