ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

কোটি টাকার হেরোইনসহ ৩ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, মার্চ ৯, ২০২২
কোটি টাকার হেরোইনসহ ৩ বিক্রেতা আটক জব্দকৃত হেরোইন

সিরাজগঞ্জ: টাঙ্গাইলের কালিহাতীতে অভিযান চালিয়ে ১শ’ গ্রাম হেরোইনসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা। জব্দ করা হেরোইনের বাজার মূল্য এক কোটি ১০ লাখ টাকা।

বুধবার (৯ মার্চ) বিকেলে কালিহাতির এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- চাপাইনবাবগঞ্জ জেলা সদরের ফুলকুড়ি সিএমবি ঘাট এলাকার আব্দুস সাত্তারের স্ত্রী ফুলেরা বেগম ওরফে আখি (৩৫), রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দিয়ার মানিকচক গ্রামের মৃত মুক্তার হোসেনের ছেলে সোলেমান আলী (৫০) ও একই গ্রামের সাদিকুল ইসলামের ছেলে মামুন আলী (১৯)।

র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার মো. মোস্তাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৪টার দিকে র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আনিসুজ্জামান ও অ্যাডজুটেন্ট এবং অপ্স অফিসার মোস্তাফিজুর রহমান এলেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল তারা।

আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।