ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কোয়ারেন্টিন মানায় অর্থ পেলেন ১৪শ প্রবাসী কর্মী 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, মার্চ ৯, ২০২২
কোয়ারেন্টিন মানায় অর্থ পেলেন ১৪শ প্রবাসী কর্মী 

রাজশাহী: করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় দেশে ফিরে হোটেলে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে ছিলেন প্রবাসী কর্মীরা। কোয়ারেন্টিন মানায় তাদের খরচ বাবদ যে ব্যয় হয়েছে সেই টাকা তাদের হাতে দিয়েছে সরকার।

রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জের ১ হাজার ৪০০ প্রবাসী কর্মী পেলেন ২৫ হাজার করে টাকা।  

সব মিলিয়ে সাড়ে ৩ কোটি টাকা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

বুধবার (৯ মার্চ) বিকেলে রাজশাহী সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) এক অনুষ্ঠানে প্রবাসী কর্মীদের হাতে চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানরাও পেয়েছেন শিক্ষাবৃত্তির চেক।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক শোয়াইব আহমাদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহীর বিভাগীয় কমিশনার জিএসএম জাফর উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী এসএম ইমদাদুল হক।

অনুষ্ঠানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক শোয়াইব আহমাদ খান বলেন, আমরা মৃত প্রবাসীর পরিবারকে ৩ লাখ টাকার অর্থিক অনুদান দিচ্ছি। আর্থিক সহায়তা পাচ্ছেন অসুস্থ প্রবাসী কর্মীরা। প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানরা শিক্ষাবৃত্তি পাচ্ছে। প্রবাসীর প্রতিবন্ধী সন্তানরাও ভাতা পাচ্ছেন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কর্মীর কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০২২
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।