ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

শুক্রবার অনুষ্ঠেয় শ্রম মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
শুক্রবার অনুষ্ঠেয় শ্রম মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত ...

ঢাকা: অনিবার্য কারণবশত আগামী ১১ মার্চ (শুক্রবার) অনুষ্ঠেয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা (লিখিত) স্থগিত করা হয়েছে।

বুধবার (১০ মার্চ) শ্রম মন্ত্রণালয়ের সংস্থাপন শাখার উপসচিব মোর্শেদা আক্তার স্বাক্ষরিত এক আফিস আদেশে জানানো হয় আগামী ১১ মার্চ শুক্রবার অনুষ্ঠেয় মন্ত্রণালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর মোট ১২টি পদের নিয়োগ পরীক্ষা (লিখিত) অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।

উক্ত পদের লিখিত পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে।

বিষয়টি জনগুরুত্বপূর্ণ হওয়ায় বাংলাদেশ টেলিভিশন, বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলের স্ক্রলে, সংবাদ হিসেবে বিভিন্ন অনলাইন এবং দৈনিক পত্রিকায় প্রচারের অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
জিসিজি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।