ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বৌভাতে নবদম্পতিকে সয়াবিন তেল উপহার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
বৌভাতে নবদম্পতিকে সয়াবিন তেল উপহার  নবদম্পতিকে সয়াবিন তেল উপহার 

ব্রাহ্মণবাড়িয়া: বেশ কিছুদিন ধরে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি চলছে। এতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।

বিশেষ করে সয়াবিন তেলের দামে আগুন অবস্থার কারণে অনেক জায়গায় কৃত্রিম সঙ্কট তৈরি হয়েছে। এতে বিপাকে পড়েছেন মধ্য ও নিম্ন আয়ের মানুষজন।

অভিনব পন্থায় এ অবস্থার প্রতিবাদ জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় একটি বৌভাত অনুষ্ঠানে নবদম্পতিকে ৫ লিটারের এক বোতল সয়াবিন তেল উপহার দিয়েছেন এক অতিথি।

শনিবার (১২ মার্চ) উপজেলার ভলাকুট ইউনিয়ন সদরে চমকপ্রদ এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভলাকুট গ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মোস্তফা আলম সোহাগের বউভাত অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে নিমন্ত্রিত অতিথিদের নবদম্পতির জন্য উপহার সামগ্রী আনার ব্যাপারে নিরুৎসাহীত করা হয়েছিল। তবে অতিথিদের মধ্যে নাসিরনগর উপজেলা সদরের বাসিন্দা বদিউল আশরাফ মৃধা (মুরাদ) নবদম্পতিকে ৫ লিটার সয়াবিন তেল উপহার দেন। ব্যতিক্রমী এ উপহার আনন্দের সঙ্গেই নেয় বরপক্ষ।

সয়াবিন তেল উপহার দেওয়ার বিষয়ে বদিউল আশরাফ মৃধা বাংলানিউজকে বলেন, তেলের দাম বাড়তে বাড়তে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। সেজন্য উপহার হিসেবে সয়াবিন তেল দেওয়াটাই আমার কাছে প্রাসঙ্গিক মনে হয়েছে। এটা তেলের দাম বাড়ার এক ধরনের প্রতিবাদও।  

এ বিষয়ে বরের বড়ভাই লেখক ও সাংবাদিক সোহরাব শান্ত বাংলানিউজকে বলেন, সয়াবিন তেল উপহারের বিষয়টি খুব চমকপ্রদ হয়েছে। অনুষ্ঠানে এ উপহার ভিন্ন মাত্রা যোগ করেছে।

‘টেবিল পেতে উপহার নেওয়ার অপসংস্কৃতি বন্ধের চেষ্টা হিসেবে অতিথিদের কাছ থেকে উপহারের কিছু না নেওয়ার সিদ্ধান্ত ছিল আমাদের।  তবে সয়াবিন তেল উপহারের বিষয়টি চমকপ্রদ বলে আনন্দের সঙ্গেই তা নেওয়া হয়েছে। ’ যোগ করেন সোহরাব শান্ত।  

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।