ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

ঢাকা: রাজধানীতে ১০ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  

রোববার (১৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।

শনিবার (১২ মার্চ ) বিকাল সাড়ে ৫ টার দিকে তাদেরকে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকা থেকে  ডিবি মিরপুর জোনাল টিম গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- নাজিম উদ্দিন ও পারুল বেগম।  

মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাজমহল কৃষি মার্কেটের মিনা জুয়েলার্সের সামনে পাকা রাস্তা থেকে নাজিম ও পারুল নামে দুই জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় ১০ কেজি গাঁজা।

আসামিদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
এমএমআই/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।