ঢাকা: রাজধানীতে ৩০ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের গোয়েন্দা শাখা (ডিবি)। তারা হলেন-আজিম ও বাহার।
রোববার (১৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুবুল হক সজীব।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২ মার্চ) বিকেল ৫টার দিকে মেরুল বাড্ডার আরএফএল ভিশন শো-রুমের সামনে অবস্থান নেয় ডিবি পুরিশ। এ সময় কুমিল্লা থেকে আসা একটি পিকআপ ভ্যানে তল্লাশি করে ৩০ কেজি গাঁজা জব্দ ও ওই দুই জনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে তারা কুমিল্লার বুড়িচং থানার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা পিকআপ ভ্যানে করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রির জন্য নিয়ে আসছিল। তাদের নামে বাড্ডা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ১৩ মার্চ, ২০২২
এমএমআই/এমএমজেড