ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

বউ-শাশুড়ির ঝগড়ার জেরে মাকে হত্যা, ছেলে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
বউ-শাশুড়ির ঝগড়ার জেরে মাকে হত্যা, ছেলে গ্রেফতার আব্দুল মান্নান

ময়মনসিংহ: ময়মনসিংহের সদর উপজেলায় মাকে খুনের মামলায় ছেলে আব্দুল মান্নানকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। এই মামলার অপর আসামি মান্নানের বউ হাজেরা খাতুন (৪০) পলাতক রয়েছেন।

সোমবার (২১ মার্চ) রাত ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে, হাফিজা খাতুনের (৭০) অপর ছেলে আব্দুল আজিজ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আব্দুল মান্নান (৫৫) ও তার স্ত্রী হাজেরা খাতুনকে (৪০) আসামি করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরে উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের কোকিল গ্রামের পালপাড়া এলাকা বউ-শাশুড়ির ঝগড়ার জেরে ছেলে মান্নান মারধর করে মা হাফিজা খাতুনকে। এত বৃদ্ধ মা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।