নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক এলাকায় জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৫টা থেকে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় লিংক রোড সংলগ্ন সাতজনের মালিকানাধীন জুটের গোডাউনে এ আগুনের সূত্রপাত হয়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টা ধরে কাজ করছে। এখনো আগুন পুরো নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুলু মিয়া জানান, হঠাৎ গোডাউন থেকে আগুনের লেলিহান শিখা ওপরে উঠতে দেখি, মুহূর্তে আগুন ছড়িয়ে যায়। এতে মুহূর্তের মধ্যে সব পুড়ে ছাই হয়ে গেছে। আমরা সাতজন এ গোডাউনে গার্মেন্টের জুট রেখে ব্যবসা করি। আমাদের সবার মিলে প্রায় কোটি টাকার জুট ছিল। এখন গোডাউনের পোড়া টিন ছাড়া কিছুই নেই।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় লিংক রোডের উভয় সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে যানবাহনের দীর্ঘ জট লেগে যায়। ফলে দূরপাল্লার যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।
বাংলাদেশ সময়: ০৭০৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২/আপডেট: ০৭১২
এমআরপি/এএটি