ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ জাল স্ট্যাম্পসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২২
কিশোরগঞ্জে বিপুল পরিমাণ জাল স্ট্যাম্পসহ আটক ১

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ছোট-বড় জাল স্ট্যাম্পসহ মো. রফিকুল ইসলাম (৫০) নামে এক প্রতারক চক্রের সদস্যকে আটক করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

রোববার (০৩ এপ্রিল) দিনগত রাতে কিশোরগঞ্জ র‍্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আটক মো. রফিকুল ইসলাম (৫০) জেলার কটিয়াদী উপজেলার করগাঁও এলাকার আব্দুল আলীর ছেলে।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (০৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের তেরপট্টি এলাকায় অভিযান চালিয়ে রফিকুলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ টাকার ছোট জাল স্ট্যাম্প ১৬ হাজার ২০০টি, ১০ টাকার বড় জাল স্ট্যাম্প ১২০টি, ১০০ টাকার জাল স্ট্যাম্প ২০০টি ও একটি সিম কার্ডসহ মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রফিকুল দীর্ঘদিন ধরে জাল স্ট্যাম্প তৈরি করে মানুষকে ধোঁকা দিয়ে আসছেন বলে স্বীকার করেন।

র‍্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, আটক রফিকুল ইসলামের নামে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।