ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

অভিনব কায়দায় সাড়ে নয় লাখ নিয়ে চম্পট!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২২
অভিনব কায়দায় সাড়ে নয় লাখ নিয়ে চম্পট!

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া অভিনব কায়দায় আব্দুল আজিজ (৫২) নামে এক অবসরপ্রাপ্ত সেনা বাহিনীর সার্জনের কাছ থেকে সাড়ে নয় লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।

মঙ্গলবার (০৫ এপ্রিল) দুপুরে জেলা শহরের জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আজিজ জেলার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের চরিলাম গ্রামের মৃত মালেকের ছেলে।

টাকা খোয়ানোর বিষয়ে আব্দুল আজিজ বলেন, আমার মেয়ের বিয়ের জন্য ব্রাহ্মণবাড়িয়া পোস্ট অফিস থেকে সাড়ে নয় লাখ টাকা তুলে হেঁটে একটি ব্যাংকে যাওয়ার পথে একটি প্রতারক চক্র আমার শার্টে কি যেন লাগিয়ে দেয়। পরে শার্টের ময়লা ধোঁয়ার জন্য জামে মসজিদের ভেতরে অযু খানায় যাই। এ সময় টাকার ব্যাগটি রেখে শার্টের ময়লা পরিষ্কার করার সময় টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায় প্রতারক চক্র। পরে বিষয়টি পুলিশকে অবহিত করেছি।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) মো. সোহেল বাংলানিউজকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।