ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

আড়াই কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
আড়াই কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা আটক

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় দুই কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ জহরলাল চৌধুরী (৪৫) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৮।

আটক জহরলাল উপজেলার মোল্লাপাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে আগৈলঝাড়া থানাধীন মোল্লাপাড়া সাহেবের হাট বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায় তারা। এ সময় দুই কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ আটক হন জহরলাল।

তার বিরুদ্ধে বরিশাল সিপিএসসির ডিএডি মো. এনামুল হক বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
এমএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।