ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ২

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (১৭ এপ্রিল) গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার দিনগত রাতে উপজেলার দক্ষিণ পালরদী গ্রাম থেকে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মাদারীপুর জেলার আদিতাপুর গ্রামের নুরুজ্জামান কাজী (৪৫) ও নাটোর জেলার গুরুদাশপুর থানার কুমারখালী গ্রামের আতাউর রহমান (৪২)।

এসআই খায়রুল ইসলাম বলেন, দক্ষিণ পালরদী গ্রামে ডা. সমীর চাকলাদারের বাড়ির বাঁশ বাগানে অভিযান চালিয়ে নুরুজ্জামান কাজী ও আতাউর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের অপর সহযোগীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলা‌দেশ সময়: ১১৩১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
এমএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।