ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

সুনামগঞ্জে নদীর পানি বাড়ছে, ঝুঁকিতে ফসলরক্ষা বাঁধ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
সুনামগঞ্জে নদীর পানি বাড়ছে, ঝুঁকিতে ফসলরক্ষা বাঁধ 

সুনামগঞ্জ: ভারতের পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ-নদীর পানি বাড়া অব্যাহত রয়েছে। সোমবার (১৮ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপৎসীমার মাত্র ৯ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।



পানি বাড়া অব্যাহত থাকলে যেকোনো সময় বিপদসীমা অতিক্রম করতে পারে। পানি বাড়ার ফলে সবকটি হাওর ঝুঁকির মধ্যে রয়েছে।

অন্যদিকে ঢলের স্রোতে রোববার রাত থেকে দিরাইয়ে হুরামন্দিরা হাওরের ৪২ নম্বর পিআইসি বাঁধের সাতবিলা রেগুলেটর সংলগ্ন অংশ ভেঙে গেছে। এতে ৩০০ হেক্টর বোরো ধান তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।  

হুরামন্দিরা হাওরের স্থানীয় কৃষক নূর উদ্দিন বলেন, এই হাওরেও অনেক ধান রয়েছে। আমার ধান কাটা শেষ তবে এখনও শুনছি প্রায় ২০০ হেক্টরের বেশি জমির ধান এখনও কাটা বাকি আছে।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম বাংলানিউজকে জানান, হুরামন্দিরা হাওরে এক হাজার হেক্টর জমি রয়েছে। আজকে পর্যন্ত এ হাওরে ৮০ ভাগ ধান কাটা শেষ, বাকিগুলো দ্রুত হারভেস্টার মেশিন দিয়ে কাটা হবে।

সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা বলেন, সকাল ১০টা পর্যন্ত সুরমার পানির সমতল ৫.৯৬ মিটার যা বিপৎসীমার দশমিক ৯ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আজ চেরাপুঞ্জিতে ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এভাবে পানি বাড়া অব্যাহত থাকলে যেকোনো সময় নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে যেতে পারে।  

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।