ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

নিকলীতে ৫শ’ জনের মধ্যে সাড়ে ৭ হাজার মুরগি বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
নিকলীতে ৫শ’ জনের মধ্যে সাড়ে ৭ হাজার মুরগি বিতরণ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলী উপজেলায় পাঁচশ’ নির্বাচিত সুফলভোগীর মধ্যে সাড়ে সাত হাজার মুরগি বিতরণ করা হয়েছে।  

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এসব মুরগি বিতরণের আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।

 

হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগীদের উপকরণ হিসেবে এসব মুরগি দেওয়া হলো।  

বিতরণ অনুষ্ঠানে নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.এম. রুহুল কুদ্দুস ভূঞা জনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. মবিন হাইসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।