ঢাকা, মঙ্গলবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ মে ২০২৪, ১৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

সড়ক নষ্ট করায় ইটভাটা মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
সড়ক নষ্ট করায় ইটভাটা মালিককে ৩ লাখ টাকা জরিমানা

রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় ট্রাক্টরে করে মাটি পরিবহন করতে গিয়ে পাকা সড়ক নষ্ট করার অভিযোগে ইটভাটার মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) দুপুরে রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল হাই মোহাম্মদ আনাস ওই এলাকায় যান।

 

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনি এই অর্থদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালতে পর রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাস জানান, উপজেলার পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কের ধোকড়াকূল এলাকায় মাটি পরিবহন করতে গিয়ে পাকা সড়ক নষ্ট করে ফেলেছে এমআর নামে একটি ইটভাটা।  

এতে ওই সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জনসাধারণের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। ভুক্তভোগী স্থানীয়রা এ বিষয়টি নিয়ে কিছু দিন থেকে অভিযোগ করে আসছিলেন।  

তাদের তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এ সময় সড়কটি নিয়ে স্থানীয়দের অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে এমআর নামে ওই ইটভাটার মালিককে ডেকে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। সেখানে অভিযুক্ত ইটভাটা মালিক নিজের দোষ স্বীকার করায় তাকে নগদ তিন লাখ টাকা জরিমানা করা হয় বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।