ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

শিশুটির বাবা-মাকে খুঁজছে পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
শিশুটির বাবা-মাকে খুঁজছে পুলিশ

লালমনিরহাট: বাক-প্রতিবন্ধী এক শিশুর বাবা মা ও তাদের ঠিকানা দুই দিন ধরে খুঁজছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (২১ এপ্রিল) বাক-প্রতিবন্ধী একটি শিশু লালমনিরহাট আদালত চত্বরে পড়েছিল।

সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তাকে কেউ নিতে আসেনি।

অবশেষে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে লালমনিরহাট সদর থানার শিশু হেলফ ডেক্সে জমা দেন। শিশুটি বাক-প্রতিবন্ধী হওয়ায় সে তার ঠিকানা কিছুই দিতে পারছে না। শিশুটির ঠিকানা খুঁজতে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। এখন শিশুটি সদর থানার শিশু হেলফ ডেক্সে একজন নারী পুলিশ সদস্যের নিবিড় পরিচর্যায় রয়েছে। তার ঠিকানা পেলে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

কেউ শিশুটিকে চিনে থাকলে লালমনিরহাট সদর থানায় যোগাযোগ করতে বলা হয়েছে। এজন্য সবার সহায়তা চেয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।