ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শতাধিক পথশিশু পেল ঈদের পোশাক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
শতাধিক পথশিশু পেল ঈদের পোশাক

চাঁদপুর: চাঁদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথশিশু অধিকার চাঁদপুরে’র পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহরের শতাধিক পথশিশুকে ঈদের পোশাক ও খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসব পোশাক ও খাদ্যদ্রব্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক মোশাররফ হোসেন লিটন ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন।

সংগঠনের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট পুস্তক ব্যবসায়ী মো. মোরশেদ সেলিম।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি গাজী রিয়াদ, সহ-সভাপতি ইতি চৌধুরী, মো. হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মামুন আর রশিদ ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান নাহিদ।

এদিন সংগঠনের সদস্যরা শহরের বিভিন্ন স্থানে গিয়ে পথশিশুদের কাছে ঈদের পোশাক ও খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিজেদের অর্থয়ানে ২০২০ সালে করোনাকালে পথশিশুদের মধ্যে খাবার বিতরণের মাধ্যমে সংগঠনের যাত্রা শুরু হয়। এরপর ঈদ ও বিভিন্ন উপলক্ষে পথশিশুদের সহায়তা করে আসছে সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।