ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

রাসিকের বর্জ্য ব্যবস্থানায় যুক্ত হলো আরেকটি এসটিএস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
রাসিকের বর্জ্য ব্যবস্থানায় যুক্ত হলো আরেকটি এসটিএস

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে আধুনিকায়ন করা হচ্ছে মহানগরের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম। এরই অংশ হিসেবে মহানগরে আরও একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) চালু করা হয়েছে।

 

ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে শনিবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে রেলওয়ে কলোনী এসটিএস উদ্বোধন করা হয়। এর মাধ্যমে রাজশাহী সিটি করপোরেশনের আধুনিক এসটিএসের সংখ্যা হলো ১০টি। এসটিএসের কারণে বাইরে খোলা স্থানে বর্জ্য থাকবে না।  

ফলে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনার আরো উন্নয়ন সাধিত হবে।

উদ্বোধনকালে বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্য ও ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন এবং রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম অসীম কুমার তালুকদার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু।  

এসটিএস উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।