ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

লালমোহনে ধরা পড়লো ২ রাজা ইলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, মে ৪, ২০২২
লালমোহনে ধরা পড়লো ২ রাজা ইলিশ

ভোলা: ভোলার লালমোহনে মেঘনায় জেলেদের জালে ধরা পড়লো দুটি রাজা ইলিশ।

বুধবার (৪ মে) বিকেলে ধলীগৌরনগর ইউনিয়নের বাতির খাল ঘাটের জেলে গিয়াস উদ্দিন মাঝির নৌকায় মাছটি ধরা হবে।

মাছ দুটি ওজনে আড়াই কেজি করে ৫ কেজি হবে। এটি এ মৌসুমের সবচেয়ে বড় ইলিশ বলে জেলেরা জানান।

জেলে গিয়াস উদ্দিন বলেন, দুপুর ১২টার দিকে লালমোহনের বাতির খাল থেকে ১১ জেলে নিয়ে মাছ শিকারে যান তারা। বিকেল ৪টা পর্যন্ত জাল বেয়ে দুটি আড়াই কেজি ওজনের রাজা ইলিশসহ প্রায় ২০টি ইলিশ পেয়েছেন। এসব মাছের মূল্য প্রায় ১০ হাজার টাকা হবে। এতো বড় মাছ এর আগে জেলেদের জালে ধরা পড়েনি। তবে মাছ দুটি ঘাটে আনা হলেও তা বিক্রি হয়নি। বৃহস্পতিবার সকালে বিক্রির জন্য রেখে দেয়া হয়েছে।

ওই ঘাটের আড়ৎদার মো. শাহিন বাংলানিউজকে বলেন, ২-৩ দিন ধরে জেলেদের জালে বড় সাইজের মাছ ধরা পড়ছে। তবে এ দুটি মাছ কিছুটা বড় ছিলো।

স্থানীয় জেলেরা জানান, ইলিশ ধরার শুরুতে জেলেদের জালে তেমন মাছ ধরা পড়েনি। তবে গত ২-৩ দিন ধরে ইলিশ ধরা পড়ছে। এতে হাসি ফুটেছে জেলেদের।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, মে ০৫, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।