ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

নিখোঁজ গৃহবধূর লাশ নদীতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, মে ৭, ২০২২
নিখোঁজ গৃহবধূর লাশ নদীতে প্রতীকী ছবি

সাভার (ঢাকা): বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হওয়ার দুইদিন পর আমিনবাজারে নদী থেকে ভাসমান অবস্থায় গৃহবধূ নাছরিন আক্তারের (২৬) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শুক্রবার (৬ মে) রাত ৮টার দিকে আমিনবাজারের তুরাগ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে, বুধবার (৪ মে) গাবতলীর বড় বাজার এলাকা থেকে নিখোঁজ হন নাছরিন।

নাছরিন মাদারীপুর জেলার আলীপুর থানার উদিমপুর গ্রামের মৃত হারুণ মুন্সির মেয়ে।

নাছরিনের বাবা রাজধানীর গাবতলীর বড় বাজার এলাকায় বাড়ি করেছেন সেখানেই থাকেন তারা। আর শ্বশুর বাড়িও গাবতলীর বর্ধন বাড়ি এলাকায়, সেখানে স্বামীর সঙ্গে থাকতেন নাছরিন।

আমিনবাজার নৌ থানার পরিদর্শক (ওসি) শাহিদুল ইসলাম সরদার বাংলানিউজকে বলেন, স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে আমাদের খবর দেয়। পরে আমরা নিহতের মরদেহ উদ্ধারে করি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরোয়ার্দী মেডিক্যাল কলেজে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, গত ৪ মে সকালে গাবতলীর বড় বাজার এলাকার বাবার বাড়ি থেকে রিকশায় করে শ্বশুর বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হন নাছরিন।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, মে ৬, ২০২২
এসএফ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।