ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, মে ৭, ২০২২
নারায়ণগঞ্জে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (৭ মে) র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ৭৬ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. রমজান আলী (৩২) এবং মো. রুবেল (৩৪)।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ মে) সকালে র‌্যাব-১১ এর সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এতে আরও বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তারা উভয়ই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় কুমিল্লাসহ বিভিন্ন জেলার সীমান্তবর্তী এলাকা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, মে ৭, ২০২২
এমআরপি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।